বাবার সাথে রাগ করে চট্টগ্রাম থেকে সিলেটে চলে এসেছে ১৬ বছর বয়সী এক তরুণী। খবর পেয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে সিলেট কোতোয়ালী থানা পুলিশ।
শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে সিলেট নগরীর ধোপাদীঘির পাড় এলাকা থেকে ওই তরুণীকে উদ্ধার করে কোতোয়ালী থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ডিউটি অফিসার এই প্রতিবেদককে বলেন, বাবার সাথে রাগ করে মেয়েটি চট্টগ্রাম থেকে সিলেটে চলে এসেছে। রাতে ধোপাদীঘির পাড় এলাকায় সে আছে খবর পেয়ে তাকে থানায় নিয়ে আসি।তবে তাৎক্ষণিক মেয়েটির নাম-পরিচয় জানাতে পারেননি ডিউটি অফিসার।
বিডি-প্রতিদিন/০৯ মার্চ, ২০১৯/মাহবুব