অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে সিলেট নগরীর তিন রেস্টুরেন্টকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার নগরীর দরগাগেইট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
নগরীর ওই এলাকার রেস্টুরেন্ট গুলোতে হযরত শাহ জালাল (রহ.) এর মাজার জিয়ারত করতে আসা লোকজনই বেশি খাবার খেতে আসেন বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার উম্মে সালিক রুমাইয়া।
অভিযানকালে দরগাগেইট এলাকার জাফরান রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, ভোজন রেস্টুরেন্টকে ৮ হাজার টাকা ও এলাহী রেস্টুরেন্টকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন