হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে ব্যালট বাক্স ছিনতাইর চেষ্টাকালে সংঘর্ষে পুলিশসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। সংঘর্ষে গুরুতর আহত এক পুলিশ সদস্যকে হেলিকপ্টারযোগে ঢাকায় পাঠানো হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বানিয়াচং উপজেলার শাহপুর সরকারি প্রাথমি বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষের এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যের নাম জামাল আহমদ।
শাহ্পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জাহির আলম জানান, সকালে একদল যুবক কেন্দ্রে হামলা চালায়। এ সময় তারা প্রিসাইডিং অফিসারসহ অন্যান্য নির্বাচনী কর্মকর্তাদের তালাবদ্ধ করে ব্যালট বাক্স ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ প্রতিরোধ করলে তাদের সাথে সংঘর্ষ বাধে। সংঘর্ষে এক পুলিশ সদস্য গুরুতর আহত হন। তাকে হেলিকপ্টারযোগে ঢাকায় পাঠানো হয়েছে।
সংঘর্ষ ও ব্যালট বাক্স ছিনিয়ে নেয়ার চেষ্টার ঘটনায় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে বলে জানান প্রিসাইডিং অফিসার।
এ সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশসহ অন্তত ৫ জন আহত হন। এ ঘটনার পর ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১০ মার্চ, ২০১৯/মাহবুব