সিলেট শহরতলির আখালিয়ায় সরকারি জমি দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে সিটি করপোরেশন (সিসিক)। রবিবার দুপুরে মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে আখালিয়ার সুরমা আবাসিক এলাকা ও ঘানুয়াটার মধ্যবর্তী স্থানে এই অভিযান চালানো হয়। অভিযানে ১১টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়ে প্রায় ৩ কোটি টাকা মূল্যের এক বিঘা সরকারি জমি উদ্ধার করা হয়।
সিসিক সূত্রে জানা যায়, সুরমা আবাসিক এলাকা ও ঘানুয়াটার মধ্যবর্তী স্থানে সরকারি গোপাট দখল করে একটি চক্র অবৈধ স্থাপনা নির্মাণ করেছিল। অবৈধ স্থাপনা সরিয়ে নিতে দখলদারদের একাধিকবার নোটিশ প্রদান করে সিসিক। তবে তাতে কর্ণপাত না করায় রবিবার অভিযানে নামেন মেয়র আরিফ।
এ বিষয়ে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সরকারি গোপাট দখল করে ভবন, দোকানপাট, বস্তি গড়ে তোলা হয়েছিল। দখলদারদের একাধিকবার নোটিশ দিয়েছি আমরা। কিন্তু তারা গোপাট দখলমুক্ত না করায় অভিযান চালিয়ে ১১টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সিলেট নগরীতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন মেয়র।
অভিযানকালে স্থানীয় কাউন্সিলর মখলিছুর রহমান কামরান, সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আকবরসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/১০ মার্চ, ২০১৯/মাহবুব