সিলেট মহানগর ছাত্রদলের সহ-সভাপতি রাইসুল ইসলাম সনিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নগরীর মিরবক্সটুলাস্থ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার ওসি মো. সেলিম মিয়া জানান, পুরনো একটি রাজনৈতিক মামলায় রাইসুল ইসলাম সনিকে গ্রেফতার করা হয়েছে। সনিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি সেলিম মিয়া।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন