স্রোতের বিপরীতেও সফল তারা। কঠিন পরিস্থিতি! চারদিকে যখন নৌকার জয়-জয়কার, তখনো তারা সফল। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম পর্বে সিলেট বিভাগে স্বতন্ত্র থেকে প্রতিদ্বন্দ্বীতা করে চেয়ারম্যান নির্বাচত হয়েছেন বিএনপির ৩ নেতা। তাদের দুইজন হবিগঞ্জ ও একজন সুনামগঞ্জের।
রবিবার সারাদেশে অনুষ্ঠিত হলো পঞ্চম উপজেলা নির্বাচনের প্রথম পর্ব। এই পর্বে সিলেট বিভাগের দুই জেলার মোট ১৭টি উপজেলায় নির্বাচন অনুষ্টিত হয়েছে।
নির্বাচনে আওয়ামী লীগ ও দলটির বিদ্রোহী প্রার্থীরা জয় পেয়েছেন ১৩টি উপজেলায়। বিপরীতে নির্বাচন বয়কট করা বিএনপির ৩ প্রার্থী জিতেছেন স্বতন্ত্র হিসাবে লড়াই করে।
নৌকা বা আওয়ামী লীগের স্রোতের বিপরীতে তাদের জয়কে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
জয়ী বিএনপি প্রার্থীরা হলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে ৩৫ হাজার ১শত ৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ফারুক আহমদ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বিআওয়ামী লীগ প্রার্থী নৌকা প্রতীক নিয়ে আবুল কালাম পেয়েছেন ২২ হাজার ২ শত ৭ ভোট।
হবিগঞ্জের বাহুবল উপজেলায় ২৩ হাজার ৪৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ খলিলুর রহমান (ঘোড়া, বিএনপি)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই (নৌকা) পেয়েছেন ১৭ হাজার ৬০৬ ভোট।
এছাড়া মাধবপুর উপজেলায় ৫২ হাজার ৪৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত, স্বতন্ত্র প্রার্থী বিদায়ী উপজেলা চেয়ারম্যান এসএফএএম সৈয়দ শাহজাহান (ঘোড়া)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী এহতেশাম উল বার চৌধুরী লিপু (আনারস) পেয়েছেন ২৪ হাজার ৩০৫ ভোট।
বিডি প্রতিদিন/১১ মার্চ ২০১৯/আরাফাত