সিলেটের বিশ্বনাথে শিয়ালের কামড়ে একই গ্রামের ৪ জন আহত হয়েছেন। সোমবার রাত ৯টায় উপজেলার দশঘর ইউনিয়নের বাউসী গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন যুবলীগ নেতা মাহমুদুল করিম মঞ্জুর (৩০), আলফু মিয়া (৪৫), মখন মিয়া (৫০) ও মিঠু বেগ (২৮)। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
গ্রামবাসীরা জানান, রাত ৯টায় হঠাৎ করে সংঘবদ্ধ হয়ে কয়েকটি শিয়াল পথচলতি মানুষের উপর আক্রমন করে। এ সময় শিয়ালের কামড়ে আক্রান্ত হন বেশ কয়েকজন। পরে গ্রামবাসী মিলে ধাওয়া করলে পালিয়ে যায় শিয়ালের দল।
আক্রান্ত মাহমুদুল করিম মঞ্জুর জানান, বাড়ি ফিরে ঘরের কাছে মোটরসাইকেল থেকে নামতেই একটি শিয়াল দৌড়ে এসে আমার পায়ে কামড় দেয়। পরে খবর পাই, একই সময়ে গ্রামের আরো কয়েকজনকেও কামড়ে দেয় শিয়াল।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ