সিলেটে প্রায় দুইশত বছরের পুরনো স্থাপনা ‘আবু সিনা ছাত্রাবাস’ ভেঙে হাসপাতাল নির্মাণের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘ঐক্যবদ্ধ নাগরিক সমাজ’ ও ‘বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা’র উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। আগামীকাল বিকেল ৪টায় একই দাবিতে ‘আবু সিনা ছাত্রাবাস’র সামনে অবস্থান কর্মসূচি পালনের ডাক দিয়েছে ‘সেভ দ্যা হেরিটেজ এন্ড এনভায়রণমেন্ট’ নামক সংগঠন।
মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, ‘আবু সিনা ছাত্রাবাসটি’ কালের স্বাক্ষী। এর সাথে জড়িয়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও আমাদের মহান মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি। অনুপম স্থাপত্যশৈলীর এই ভবনটি না ভেঙে সেটি সংরক্ষণ করে সেখানে একটি মিউজিয়াম স্থাপন করা উচিত। সিলেটের এই প্রত্নসম্পদ ধ্বংসের উদ্যোগ বন্ধ না হলে কঠোর আন্দোলনেরও হুমকি দেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম, সাম্যবাদী দল সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড ধীরেন সিংহ, বাপা সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম কীম, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে, সেভ দ্যা হেরিটেজ এন্ড এনভায়রনমেন্ট’র প্রধান নির্বাহী আবদুল হাই আল হাদী প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল