সিলেটের বিয়ানীবাজারে এক কিশোরকে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে অপহৃত কিশোরকে।
মঙ্গলবার দুপুরে সিলেট জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. মাহবুবুল আলম।
গ্রেফতারকৃতরা হলেন বিয়ানীবাজার উপজেলার কাকরদিয়া গ্রামের ফখরুল ইসলামের ছেলে আবদুস শহীদ (২০), নিদনপুরের ফখরুল ইসলামের ছেলে রেদোয়ান আহমদ (১৯) ও জকিগঞ্জের লামারগ্রামের আবদুর রউফের ছেলে ও বিয়ানীবাজারের নাগেশ্বরপুর গ্রামের পল্লব মিয়ার বাড়ির ভাড়াটে রমজান আলী (২৮)। এছাড়া অপহরণকারী চক্রের আরো দুই সদস্যকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১০ মার্চ বিকেল সোয়া ৫টার দিকে বিয়ানীবাজার পৌরসভার জামান প্লাজার সামনে থেকে অপহৃত হয় ওই উপজেলার দাসগ্রামের মৃত রুহুল আমিনের ছেলে আকতারুজ্জামান রিয়াদ (১৬)। অপহরণকারীরা তাকে রমজান আলীর ভাড়া বাড়িতে আটকে রেখে মোবাইল ফোনে পরিবারের কাছে ৪০ হাজার টাকা চাদা দাবি করে। এ ঘটনায় অপহৃত রিয়াদের ভাই আহসান উজ্জামান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করে। অভিযোগ পেয়ে পুলিশ রমজানের ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে। মঙ্গলবার তাদেরকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/১২ মার্চ, ২০১৯/মাহবুব