জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ হযরত শাহজালাল (রহ.) সিলেটের মুহতামিম ও শায়খুল হাদীস প্রবীণ মুফতি আবুল কালাম যাকারিয়ার দাফন সম্পন্ন হয়েছে। আজ দুপুর ১২টায় তার দীর্ঘদিনের কর্মস্থল দরগাহ মাদ্রাসার হিফজখানার বোর্ডিংয়ের সামনে তাকে দাফন করা হয়।
এর আগে সকাল ১১টায় সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন লাখো মানুষ। নামাজে ইমামতি করেন দরগাহ মাদ্রাসার নবনির্বাচিত মুহতামিম মুফতি মুহিবুল হক গাছবাড়ি।
চোখের জল আর শ্রদ্ধায় শেষ বিদায় জানানোর আগে মুফতি আবুল কালাম যাকারিয়ার বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে বক্তব্য রাখেন আযাদ দ্বীনি এদারায়ে তালীম বাংলাদেশের সভাপতি আল্লামা শায়খ জিয়া উদ্দিন, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, গত সোমবার বিকেল ৪টা ৫৫ মিনিটের সময় মাদ্রাসায় আসরের নামাজের অজুর প্রস্তুতি নেয়ার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
বিডি প্রতিদিন/হিমেল