১৬ এপ্রিল, ২০১৯ ১৮:৪৫

সুনামগঞ্জ ও হবিগঞ্জের ১৭ উপজেলার জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সুনামগঞ্জ ও হবিগঞ্জের ১৭ উপজেলার জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ

উপজেলা নির্বাচনের প্রথম ধাপে গত ১০ মার্চ সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার উপজেলাগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হয়। সে নির্বাচনে বিজয়ী এ দুই জেলার ১৭ উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণ মঙ্গলবার দুপুরে শপথ গ্রহণ করেছেন। 

সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়ে পর্যায়ক্রমে সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার নবনির্বাচিত জনপ্রতিনিধিগণ শপথ গ্রহণ করেন। তাদের শপথ পাঠ করান বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী।

সুনামগঞ্জ জেলার সদর উপজেলা, ছাতক, দোয়ারাবাজার, দিরাই, শাল্লা, তাহিরপুর, বিশ্বম্ভরপুর, দক্ষিণ সুনামগঞ্জ ও ধর্মপাশা উপজেলায় নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা শপথ নেন। 

হবিগঞ্জ জেলার সদর উপজেলা, নবীগঞ্জ, বাহুবল, লাখাই, আজমিরিগঞ্জ, চুনারুঘাট, মাধবপুর ও বানিয়াচং উপজেলার নবনির্বাচিত জনপ্রতিনিধিরা শপথ গ্রহণ করেন। 

শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর