সিলেটে নারী চিকিৎসক প্রিয়াংকা তালুকদারের মৃত্যুর ঘটনায় গ্রেফতারকৃত স্বামী, শ্বশুর ও শাশুড়ির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার সিলেট মহানগর হাকিম প্রথম আদালতের বিচারক জাহিদুর রহমানের আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।
পরে শুনানি শেষে আদালত তাদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে জানিয়েছেন জালালাবাদ থানার ওসি শাহ মো. হারুনুর রশীদ।
ওসি হারুনুর রশীদ জানান, গত রবিবার সিলেট নগরীর পাঠানটুলা পল্লবী আবাসিক এলাকার বাসা থেকে পার্কভিউ মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগের লেকচারার প্রিয়াংকা তালুকদারের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
প্রিয়াংকা পল্লবী আবাসিক এলাকার ২৫ নম্বর বাসার দিবাকর চন্দ্র দেব কল্লোলের স্ত্রী ও সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার গঙ্গাধরপুর গ্রামের হৃষিকেশ তালুকদারের মেয়ে।
এ ঘটনায় প্রিয়াংকার বাবা হৃষিকেশ তালুকদার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় প্রিয়াংকার স্বামী দিবাকর চন্দ্র দেব কল্লোল, শ্বশুর সুভাষ চন্দ্র দেব ও শাশুড়ি রত্মা দেবকে গ্রেফতার করে সোমবার আদালতে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন