সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় এক ছাত্রলীগ কর্মীকে পিটিয়েছেন তাঁতীলীগ নেতা। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শহরের পালকি রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে পালকি রেস্টুরেন্ট থেকে বের হচ্ছিলেন ২৭নং ছাত্রলীগ কর্মী শাহ নেওয়াজ। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে মূল রাস্তায় মোটরসাইকেলে উঠামাত্র তার উপর হামলা করেন সিলেট মহানগর তাঁতীলীগ নেতা আজহারুল ইসলাম মুমিন। ৪-৫জন যুবককে নিয়ে গাড়ি থেকে নেমেই বেদম মারধর করেন ছাত্রলীগ কর্মী শাহ নেওয়াজকে। মারধরে করে আবার গাড়ি নিয়ে সটকে পরেন তারা।
এ ব্যাপারে ছাত্রলীগ কর্মী শাহনেওয়াজ বলেন, মুমিন অন্যায়ভাবে আমাকে মেরেছে। আমি তার একটি অপকর্মের প্রতিবাদ করায় সে আমাকে মারধর করেছে।
এ ব্যাপারে কোতোয়লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া ঘটনার খবর শুনেছেন জানিয়ে বলেন, পুলিশ বিস্তারিত খোঁজ নিচ্ছে।
বিডি প্রতিদিন/আরাফাত