মেয়েটি প্রায় পড়ালেখা বন্ধই করে দিয়েছিল। কলেজে যাওয়া আসার পথে বখাটের উত্যক্তের যন্ত্রণায় নিরাপত্তাহীন হয়ে পড়ে মেয়েটি। তাই কলেজেও যাওয়া বন্ধ করে দেয় সে। পরীক্ষা শুরু হওয়ায় গোয়াইনঘাট সরকারি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ওই ছাত্রী প্রতিদিন বাবাকে সাথে নিয়ে কলেজে আসা যাওয়া করতো। কিন্তু বাবা সাথে থাকায় উত্যক্তের সুযোগ পেত না বখাটে ইলিয়াস। এটা কোনভাবেই তার সহ্য হচ্ছিল না।
গত শনিবার বিকেলে পরীক্ষা শেষে বাবা আফতাব উদ্দিনকে সাথে নিয়ে বাড়ি ফিরছিল মেয়েটি। গোয়াইনঘাট সেতু সংলগ্ন সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে ওই ছাত্রী আর তার বাবার সাথে দেখা হয় উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের পরগণা এলাকার ইছহাক মিয়ার ছেলে বখাটে ইলিয়াসের। ছাত্রীর সাথে তার বাবাকে দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠে সে। শুরু করে অকথ্য ভাষায় গালাগালি। একপর্যায়ে সে আঘাত করে ওই ছাত্রীর বাবা আফতাব উদ্দিনের মাথা ফাটিয়ে দেয়। সাথে সাথে আশপাশের লোকজনও বখাটে ইলিয়াসকে আটক করে পুলিশে খবর দেন। আর আফতাব উদ্দিনকে ভর্তি করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
গোয়াইনঘাট থানার ওসি আবদুল আহাদ জানান, বখাটে ইলিয়াসকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বর্তমানে সে জেল হাজতে রয়েছে।
বিডি-প্রতিদিন/মাহবুব