সিলেট নগরীর লামাবাজার এলাকার মদন মোহন কলেজ সংলগ্ন সৈনিক ক্লাব থেকে জুয়া খেলারত অবস্থায় ১৬ জুয়াড়িকে আটক করেছে র্যাব-৯।
গত রবিবার রাত সাড়ে ৮টার দিকে র্যাব-৯’র এএসপি ওবাইনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। দীর্ঘদিন থেকে এই ক্লাবে জুয়া খেলা চলে আসছিল। এর আগেও একাধিকার সৈনিক ক্লাবে অভিযান চালিয়ে জুয়াড়ি গ্রেফতার করেছিল র্যাব-পুলিশ।
আটককৃতদের কাছ থেকে নগদ নগদ ১ লাখ ১৯ হাজার ২৩০ টাকা ও জুয়ার সরঞ্জামাদি উদ্ধার করে র্যাব।
আটককৃতরা হলো- ছাতকের পীরপুরের নাসির উদ্দিন, নগরীর সুবহানীঘাটের জিন্নাহ, শেখঘাটের বাবুল মিয়া, পশ্চিম পীরমহল্লার রফিক আহম্মদ, ভার্থখলার বাদশা মিয়া, জালালী আবাসিক এলাকার ছালেক আহমেদ, শেখঘাটের জুবেল আহম্মদ, মইয়ারচরের আকবর হোসেন, কাজীরবাজারের সাজীদ মিয়া, ছাতকের সোয়েব আহম্মদ, জগন্নাথপুরের জগদীসপুরের সমীর উদ্দিন, পূর্ব জাঙ্গাইল এলাকার আনোয়ার হোসেন, দোয়ারাবাজারের ইদোনপুরের আব্দুল শহীদ, শেখঘাট কলাপাড়ার আব্দুর রশিদ, ছাতকের রাজারগাওয়ের ফরিদ ও একই উপজেলার পীরপুরের জয়নাল আবেদীন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন