সিলেটের কোম্পানীগঞ্জের খাগাইল সিলেটগামী সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় করিম আহমদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শিশু খাগাইল গ্রামের আব্দুল আহাদের ছেলে করিম আহমদ (৫)।
বুধবার দুপুর ২টার দিকে কোম্পানীগঞ্জের খাগাইলে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ২টার দিকে কোম্পানীগঞ্জের খাগাইল নামকস্থানে সিলেটগামী সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় পথচারী শিশু গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ ব্যাপারে সিলেট ওসমানী হাসপাতালের পুলিশ ফাঁড়ি ইনচার্জ ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/আরাফাত