বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।
সিলেট এমসি কলেজ ও মদন মোহন কলেজ ছাত্রদলের উদ্যোগে পৃথক এ কর্মসূচি পালন করা হয়।
নগরীর রিকাবিবাজার থেকে মদন মোহন কলেজ ছাত্রদলের উদ্যোগে মিছিলটি বের হয়ে চৌহাট্টায় গিয়ে শেষ হয়।
ছাত্রদল নেতা মুক্তার আহমেদ মুক্তারের সভাপতিত্বে ও সাইদুর রহমান সাঈদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন আতিকুর রহমান ফয়সল, কাওসার চৌধুরী, আরিফ চৌধুরী, মিনহাজ আলম, শেখ নুর উদ্দিন, নাজিব আহমেদ, কামরান উদ্দিন অপু, সানোয়ার আহমদ, মিহাদ আহমেদ, রেদওয়ান আহমেদ প্রমুখ।
এদিকে, এমসি কলেজ ছাত্রদল নেতা আতিকুল ইসলাম নাঈম ও সৈয়দ মিনহাজের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, ছাত্রদল নেতা সায়েব খান, এম. রায়হান, জুনায়েদ আহমদ, সুহেল আহমদ, রাসেল আহমদ, সাজন আহমদ, সৈয়দ শাহ নুর, জাসিম আহমেদ রাফি, শাহরিয়ার হোসেন জাফরুল, অনিক আহমদ শিমুল, ফাহিম শেখ নিলয় প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন