'আওয়ামী ফ্যাসিবাদের চ্যালেঞ্জ' মোকাবেলায় বিএনপির সকল পর্যায়ে দল পুনর্গঠন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভায় তিনি এ মন্তব্য করেন।
নগরীর মেন্দিবাগ সংলগ্ন একটি হোটেলের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান জাহিদ হোসেন বলেন, ‘খালেদা জিয়াকে নিয়ে সুগভীর ষড়যন্ত্র চলছে। সরকার ও হাসপাতাল কর্তৃপক্ষ তাকে নিয়ে মিথ্যাচার করছে। সরকারের প্রতিহিংসামূলক মনোভাবের কারণে আদালতের মাধ্যমে তার মুক্তি সম্ভব নয়। কঠোর আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করতে সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে।’
এসময় সিলেট জেলা বিএনপির সম্মেলন নিয়ে সভায় দিকনির্দেশনা দেন তিনি। সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদারের সভাপতিত্বে ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীমের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসীনা রুশদীর লুনা, এম. এ হক ও খন্দকার আব্দুল মুক্তাদির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম ও কলিম উদ্দিন আহমদ মিলন, কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ঋণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ