সিলেটের কুশিয়ারা নদীতে একশ' কেজি ওজনের একটি বাঘা মাছ ধরা পড়েছে এক জেলের জালে। গত মঙ্গলবার ধরা পড়ে মাছটি। জেলেদের কাছ থেকে মাছটি কিনে নেন মোফাজ্জল আহমদ।
বুধবার সকালে মাছটি সিলেট নগরীর লালবাজারে কেজি হিসেবে প্রায় দেড় লাখ টাকায় বিক্রি হয়েছে।
বিক্রেতা মোফাজ্জল আহমদ জানান, গত মঙ্গলবার কুশিয়ারা নদীতে মাছ ধরছিলেন কয়েকজন স্থানীয় জেলে। তখন তাদের জালে বাঘা মাছটি ধরা পড়ে। এর ওজন প্রায় একশ' কেজি। তিনি মাছটি কিনে নিয়ে আসেন সিলেটের লালবাজারে। এটি বিক্রি করতে নগরীতে মাইকিংও করানো হয়।
তিনি জানান, বুধবার সকালে প্রতি কেজি দেড় হাজার টাকা দরে বাঘা মাছটি কেটে বিক্রি করা হয়েছে। এতে তিনি দেড় লাখ টাকা পেয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার