ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে ‘২য় সেরা গবেষণাপত্র’ মনোনীত হয়েছে সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির (এমইউ) শিক্ষকদের একটি গবেষণাপত্র। ‘৪র্থ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বিজনেস অ্যান্ড ইকোনোমিকস’ শীর্ষক সম্মেলনের আয়োজন করে ঢাবির ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ। শনিবার মেট্রোপলিটন ইউনিভার্সিটির জনসংযোগ শাখা এ তথ্য জানায়।
জনসংযোগ শাখা জানায়, সম্মেলনে ১৪টি দেশের ৬৫টি গবেষণাপত্র উপস্থাপিত হয়। তন্মধ্যে মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষকদের ‘ডাজ অর্গানাইজেশনাল সাপোর্ট মডারেট দ্য রিলেশনশিপ বিটুইন ওয়ার্ক-ফ্যামিলি/ফ্যামিলি-ওয়ার্ক কনফ্লিক্ট অ্যান্ড ওয়েল-বিং অব প্রাইভেট ইউনিভার্সিটি একাডেমিশিয়ান?’ শীর্ষক গবেষণাপত্র ২য় সেরা হয়। এটি উপস্থাপন করেন এমইউর শিক্ষক ড. মিজানুর রহমান।
অন্যান্য গবেষকরা হলেন ড. মোহাম্মদ জামাল উদ্দিন, সাইদুর রহমান ও ইকবাল হোসেন মোড়ল। গবেষকরা ৪শ’ ডলার পুরস্কার এবং সনদপত্র পেয়েছেন। এ অর্জনে তাদেরকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী ও উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম