সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ঠাকুরেরমাটি গ্রাম এলাকার সিলেট-তামাবিল মহাসড়কের আইসক্রিম ফ্যাক্টরি নামক স্থান থেকে প্রায় সাড়ে ৪ লাখ শলাকা ভারতীয় সিগারেট ও নাসির বিড়ি জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
শনিবার ভোরে এগুলো জব্দ করা হয়। এ সময় এক যুবককেও আটক করা হয়। আটককৃত জালাল উদ্দিন (৩০) জৈন্তাপুরের লাশা শ্যামপুর গ্রামের মুছা মিয়ার ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-তামাবিল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করা হয়। এ সময় ভারতীয় সিগারেট ও নাসির বিড়িভর্তি একটি ট্রাক (সিলেট ড-১১-২৩৩০) জব্দ করে পুলিশ। ট্রাকের চালক জালাল উদ্দিনকেও আটক করা হয়।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম জানান, ট্রাকের মধ্যে আমদানি নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ি ১০ কার্টন, পিকক সিগারেট ১০ কার্টন ও জেট সিগারেট ১৫ কার্টন ছিল। সবমিলিয়ে চার লাখ ৬০ হাজার শলাকা সিগারেট ও নাসির বিড়ি ছিল। এগুলোর আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা।
তিনি জানান, এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উত্তর শাখার এসআই মিজানুর রহমান বাদী হয়ে জৈন্তাপুর থানায় চোরাচালান অপরাধের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন