জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে সিলেটে জেলহত্যা দিবস পালন করেছে আওয়ামী লীগ। দিবসটি উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে স্থাপন করা হয় জাতীয় চার নেতার অস্থায়ী প্রতিকৃতি। রবিবার সকাল ১১টায় জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি আশফাক আহমদ, শাহ ফরিদ আহমদ, মহানগর শাখার সহ-সভাপতি অ্যাডভোকেট রাজ উদ্দিন, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিন, নাসির উদ্দিন খান, শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ প্রমুখ।
এছাড়াও আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকেও প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। শ্রদ্ধা নিবেদনের সময় আওয়ামী লীগ নেতারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার যেসব খুনি বিদেশে পালিয়ে আছে তাদেরকে দেশে ফিরিয়ে বিচারের রায় কার্যকরের দাবি জানান।
এদিকে, বাদ জোহর চার নেতার রূহের মাগফেরাত কামনা করে হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম