অবৈধভাবে ভারত থেকে আনা ৬টি গরুসহ দু'জনকে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলা সদরের বাসিয়া ব্রিজ থেকে তাদের আটক করে পুলিশ।
আটকরা হলেন- সিলেটের জৈন্তা উপজেলার ওপরপুর (শ্যামপুর) গ্রামের একলিম মিয়ার ছেলে মস্তফা মিয়া এবং একই উপজেলার পশ্চিম বালীপাড়া গ্রামের মনির আহমদের ছেলে কবির আহমদ।
পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জের ছাতক উপজেলা দিয়ে অবৈধ ভাবে ভারত থেকে ৬টি গরু নিয়ে আসে আটকরা। বিশ্বনাথ উপজেলা সদর হয়ে সিলেট যাওয়ার সময় বাসিয়া ব্রিজের উপর থেকে গরু বহনকারী পিকআপ ভ্যানসহ (সিলেট-ন-১১-১২১২) তাদের ধাওয়া দেয়া হয়। আটক গরুগুলো ভারতীয় বলে সনাক্ত করা হয়েছে বলেও
জানায় পুলিশ।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা বলেন, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে শনিবার বিকালেই তাদের সিলেট আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত