সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে মা ও মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে জকিগঞ্জ উপজেলার বাবুরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জকিগঞ্জ সদর ইউনিয়নের ইসলামপুর গ্রামের সাহাব উদ্দিনের স্ত্রী নাসিমা আক্তার (২২), তার শিশুকন্যা রুহেনা বেগম (২) ও মানিকপুর গ্রামের আবদুল কুদ্দুসের স্ত্রী নূরজাহান বেগম (৫০)। তিনজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবদুল্লাহ আল মেহেদী।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার জকিগঞ্জগামী একটি বাস বাবুরবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধানক্ষেতে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন প্রায় ৩০ জন। তাদের উদ্ধার করে জকিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিডি-প্রতিদিন/মাহবুব