প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিলেট নগরীতে বিশাল ‘মুবারক র্যালি’ করেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া। গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ অংশ নেন এই র্যালিতে।
শনিবার জোহরের নামাজের পর নগরীর সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ্ ইয়াকুবিয়া কামিল মাদরাসা থেকে র্যালিটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন ফুলতলী পীরের ছেলে অধ্যক্ষ মাওলানা কমরুদ্দীন চৌধুরী, আনজুমানে আল ইসলাহর মহাসচিব অধ্যক্ষ মাওলানা একেএম মনোওর আলী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব।
বিডি-প্রতিদিন/মাহবুব