১২ নভেম্বর, ২০১৯ ১৯:১০

পানির অবৈধ সংযোগের বিরুদ্ধে সিসিকের অভিযান

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

পানির অবৈধ সংযোগের বিরুদ্ধে সিসিকের অভিযান

সিলেট নগরীতে পানির অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়েছে সিটি করপোরেশন (সিসিক)। মঙ্গলবার সকালে নগরীর ২৩নং ওয়ার্ডে এই অভিযান চালায় সিসিকের পানি শাখা। অভিযানে ১০টি বাসার পানির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

সিসিক সূত্রে জানা গেছে, নগরীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ সংযোগ দিয়ে পানি ব্যবহার করছেন কতিপয় লোক। এ ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী। এরই প্রেক্ষিতে মঙ্গলবার অভিযান চালায় সিসিকের পানি শাখা।

এ বিষয়ে মেয়র আরিফ বলেন, অবৈধ পানি সংযোগকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পানি সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি অবৈধ সংযোগকারীদের মটরও জব্দ করা হবে।

অভিযানে স্থানীয় কাউন্সিলর মোস্তাক আহমদ, সিসিকের নির্বাহী প্রকৌশলী আলী আকবর, উপ-সহকারী প্রকৌশলী এনামুল হক তফাদার, উপ-সহকারী প্রকৌশলী সুনীল মজুমদার, আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর