১৪ ডিসেম্বর, ২০১৯ ১১:৪৯

‘জাতীয় সম্মেলনে যোগ দিতে নগর আওয়ামী লীগ চাঁদা গ্রহণ করছে না’

সিলেট ব্যুরো

‘জাতীয় সম্মেলনে যোগ দিতে নগর আওয়ামী লীগ চাঁদা গ্রহণ করছে না’

অধ্যাপক জাকির হোসেন। ফাইল ছবি

সিলেট মহানগর আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজির চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে পুলিশে ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

এর আগে মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন অনুমতি ছাড়া তাদের ছবি দিয়ে নগরীতে পোস্টার-ব্যানার লাগাতে নিষেধ করেছিলেন।

অধ্যাপক জাকির বলেন, আগামী ২০ ও ২১ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে যোগ দিতে সিলেট মহানগর আওয়ামী লীগ কারো কাছ থেকে চাঁদা গ্রহণ করছে না।

যদি কেউ জাতীয় সম্মেলনের কথা বলে মহানগর আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে চাঁদা দাবি করে তবে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরিয়ে দেওয়ার আহ্বান জানান জাকির।

তিনি বলেন, দলের ভাবমূর্তি জনগণের কাছে আরও গ্রহণযোগ্য করতে সবার আগে সুশৃঙ্খল ও আদর্শিক রাজনীতির প্রয়োজন।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর