১৫ জানুয়ারি, ২০২০ ১৬:০৬

লালবাজারে মেলায় বিভিন্ন প্রজাতির মাছ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

লালবাজারে মেলায় বিভিন্ন প্রজাতির মাছ

মাছে ভাতে বাঙালি। মাছ না হলে যেন খাবারের প্লেটে বসতে ইচ্ছে হয় না বাঙালিদের। বাঙালির প্রধান খাবার মাছ আর ভাত। তাই তো মাছের প্রতি আকর্ষণ রয়েছে প্রায় সবারই। শীতকালে দেশের বিভিন্ন বাজারে বসে মাছের মেলা।

সিলেট নগরীর লালবাজারে গত সোমবার থেকে বসেছে মাছের মেলা। মেলায় বিভিন্ন প্রজাতির দেশি মাছের সমাহার ঘটেছে। সিলেটের বিভিন্ন অঞ্চল থেকে মাছ কিনতে এসেছেন ক্রেতারা। আবার অনেকে এসেছেন বড় বড় বিভিন্ন রকমের মাছ দেখতে। মেলায় মাছের দাম কিছুটা বেশি বলে দাবি করছেন বিক্রেতারা। তবে বেশ ভালো ব্যবসা হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

মেলা ঘুরে দেখা গেছে, রুই, কাতলা, চিতল, বোয়াল, শোল তো আছেই; সঙ্গে মিলেছে সেই দূর সমুদ্রের টুনা মাছ, কোরাল, সেইল ফিশ। মাছ কিনতে এবং দেখতে আসা মানুষে ভরপুর লালবাজার।

বাঘমাছ ১২০০ টাকা কুড়াল মাছ ১২০০ টাকা ,বইল মাছ ৪৫০ টাকা, পঙ্খীরাজ ৮০ টাকা, শাপলা পাতা ৬০০ টাকা, রৌ মাছ ৫৫০ টাকা, বাউশ মাছ ৩০০ টাকা, চিতল মাছ ৮০০ টাকা, বড় বোয়াল মাছ ১৫০০ টাকা, ছোট বোয়াল ৮০০ টাকা, কালাবাউস ১৬০ টাকা, কাতলা মাছ ৬০০ টাকা, বাউশ মাছ ৬০০ টাকা,  চিংড়ি ৫৫০-৬০০ টাকা, পাবদা ৫৫০ টাকা, রূপচাঁদা ৮৫০ টাকা, বড় কাতলা ৬০০-৭০০ টাকা, শিং ৬৫০ টাকা, মাগুর ৮০০ টাকা, তাপসী মাছ ৫৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।  

লালবাজার মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি এনায়েতুর রহমান বলেন, পৌষ সংক্রান্তিতে মাছের মেলা আমাদের ঐতিহ্য। নগর থেকে এসব ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। আমরা মেলার মাধ্যমে তা ধরে রাখার চেষ্টা করছি। বৃহস্পতিবার শেষ হবে সিলেটের বৃহৎ মাছের এ মেলা।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর