২৬ জানুয়ারি, ২০২০ ১৮:১২

সিলেটে টুরিস্ট বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত, সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে টুরিস্ট বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত, সড়ক অবরোধ

সিলেট-কোম্পানীগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে চলাচলকারী টুরিস্ট বাস ‘সাদা পাথর পরিবহন’র ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধ। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা প্রায় এক ঘন্টা মহাসড়কটি অবরোধ করে বিক্ষোভ করে। 

রবিবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত চান মিয়া (৬০) তেলিখাল এলাকার মোস্তফা আলীর ছেলে। 

স্থানীয় লোকজন জানান, রবিবার দুপুরে সিলেট নগরীর মজুমদারি থেকে পর্যটক নিয়ে কোম্পানীগঞ্জ যাওয়ার পথে তেলিখাল নামক স্থানে পথচারী চান মিয়াকে ধাক্কা দেয় ‘সাদা পাথর পরিবহন’র একটি বাস। এতে গুরুতর আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান। 

চান মিয়ার মৃত্যুর খবর পেয়ে এলাকার লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা তেলিখাল এলাকায় সড়ক অবরোধ করে প্রায় একঘন্টা বিক্ষোভ করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। ঘাতক বাসটি আটক করা হয়েছে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ওসি সজল কুমার কানু।  

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর