সিলেটের জকিগঞ্জে চতুর্থ শ্রেণির প্রতিবন্ধী ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আওয়ামী লীগের এক নেতাকে জেল হাজতে পাঠানো হয়েছে। মঙ্গলবার জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
অভিযুক্ত কয়েছ আহমদ (৪২) জকিগঞ্জ পৌর আওয়মী লীগ নেতা ও খলাছড়া গ্রামের মৃত নূর উদ্দিনের ছেলে।
শিশুটির বাবা থানায় অভিযোগ করেন, গত রবিবার মাদ্রাসা থেকে ফেরার পথে তার প্রতিবন্ধী মেয়ে কয়েছ আহমদের বাড়িতে বরই কুড়াতে যায়। এসময় কয়েছ ধর্ষণের চেষ্টা চালায়। এই ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর গত সোমবার বিকালে পুলিশ অভিযুক্ত কয়েছ আহমদকে গ্রেফতার করে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আবদুন নাসের জানান, মঙ্গলবার অভিযুক্ত কয়েছ আহমদকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ভিকটিমের জবানবন্দিও রেকর্ড করা হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত