সিলেট নগরীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থায়ী ম্যুরাল নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে মহানগর যুবলীগ।
মঙ্গলবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের মাধ্যমে যুবলীগ নেতাকর্মীরা এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সিলেটজুড়ে বঙ্গবন্ধুর অনেক স্মৃতি রয়েছে। স্বাধীনতা ও স্বাধীকার আন্দোলনে সিলেট চষে বেড়িয়েছেন বঙ্গবন্ধু। কারান্তরিণ হয়ে দীর্ঘদিন তিনি কাটিয়েছেন সিলেট কেন্দ্রীয় কারাগারে। কিন্তু দু:খজনক হলেও সত্য সিলেটে জাতির জনকের কোন স্থায়ী ম্যুরাল নির্মাণ হয়নি। ১৭ মার্চ মুজিববর্ষ শুরুর আগেই সিলেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি স্থায়ী ম্যুরাল নির্মাণের দাবি জানানো হয় স্মারকলিপিতে।
স্মারকলিপি প্রদানকালে মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদারসহ বেশ কিছু সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল