সিলেটে অপহরণের প্রায় চার ঘণ্টা পর এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। এসময় আটক করা হয় পাঁচ অপহরণকারীকে। আটককৃত সবাই ছাত্রলীগ কর্মী।
সোমবার দিবাগত রাত ১টার দিকে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ একটি রেস্টুরেন্টে মুক্তিপণের টাকা নিতে এসে আটক হয় অপহরণকারীরা।
আটকৃকতরা হলেন, সুনামগঞ্জের ধর্মপাশার সানবাড়ি গ্রামের পার্থ প্রীতম মজুমদার (২৪), জগন্নাথপুরের মোল্লারগাঁওয়ের সজল দেব (২৫), সিলেটের জকিগঞ্জ উপজেলার মরিচা গ্রামের সুমন আহমদ (২৬), মৌলভীবাজারের রাজনগর তুলাপুর গ্রামের রাজ দাস (২৬) ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার হলিমপুর গ্রামের প্রীতম দাস। এর মধ্যে পার্থ প্রীতম মজুমদার, সজল দেব, রাজ দাস ও প্রীতম দাস সিলেট নগরীর দাড়িয়াপাড়া ও সুমন আহমদ নগরীর মুন্সিপাড়ায় ভাড়া বাসায় বসবাস করতো।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা জানান, গত সোমবার রাত ৯টার দিকে সিলেট রেলওয়ে স্টেশন এলাকা থেকে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার গুড়াভুই গ্রামের মৃত হরিপদ দেবনাথের ছেলে অর্জুন দেবনাথকে অপহরণ করা হয়। পরে তার পরিবারের সদস্যদের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এ ঘটনায় রাত ১টার দিকে নগরীর জিন্দাবাজারস্থ একটি রেস্টুরেন্টে মুক্তিপণের টাকা নিতে আসলে পুলিশ পাঁচ অহপরণকারীকে আটক ও অপহৃত অর্জুন দেবনাথকে উদ্ধার করে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন