সুনামগঞ্জের ছাতকে নৌপথে চাঁদাবাজির অভিযোগে ৬ চাঁদাবাজকে আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির টাকাও উদ্ধার করা হয়। গত রবিবার সকালে ছাতকের কেশবপুর এলাকার সুরমা নদীর পাড় থেকে তাদেরকে আটক করা হয়। সুরমা নদীতে চলাচলকারী নৌযান থেকে ওই চক্রটি দীর্ঘদিন ধরে চাঁদা আদায় করে আসছিল বলে জানিয়েছে র্যাব।
আটককৃতরা হলো- ছাতকের বাগবাড়ির মৃত শামীম আহমদের ছেলে রনি আহমদ (২২), তিররাই গ্রামের মৃত জতিন্দ্র দাসের ছেলে শিবু দাস (৩০), বাউসার মৃত ছলিমুল্লাহ’র ছেলে দৌলত মিয়া (৩২), টেংরাগাঁও’র সাজু মিয়ার ছেলে মো. ইব্রাহিম (২০), ইসলামপুরের খলিল মিয়ার ছেলে ইয়াহিয়া (২২), বাগবাড়ির আবদুর রউফের ছেলে সাহেদ মিয়া (১৯)। তাদের কাছ থেকে চাঁদাবাজিতে ব্যবহৃত দুটি কাঠের নৌকা ও নগদ ১১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার