২৮ ফেব্রুয়ারি, ২০২০ ১৭:২৭

সিলেটে বইপড়া উৎসবের পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে বইপড়া উৎসবের পরীক্ষা অনুষ্ঠিত

প্রতিযোগিতার আনন্দে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মকে জানার প্রত্যয়ে অনুষ্ঠিত হয়েছে ইনোভেটর আয়োজিত ‘সিলেট বইপড়া উৎসব’র পরীক্ষা। 

শুক্রবার মদন মোহন কলেজে শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের উপর এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ৬২৩ জন শিক্ষার্থী। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয় পরীক্ষা। 

জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় পরীক্ষা। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের স্বাগত জানান ইনোভেটরের নির্বাহী সঞ্চালক প্রণবকান্তি দেব। পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ, ইনোভেটর এর মুখ্য সঞ্চালক রেজওয়ান আহমদ, সিলেট কিডনি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ফরিদা নাসরীন। আগামী ২১ মার্চ পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হবে বইপড়া উৎসব। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর