দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। শনিবার দুপুরে জেলা ও মহানগর বিএনপি নগরীর সোবহানীঘাট এলাকা থেকে মিছিল বের করে বন্দরবাজার পয়েন্টে এসে সমাবেশ করে।
সমাবেশে বক্তারা বলেন, সরকার তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি চরম অমানবিকতার পরিচয় দিয়েছে। গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। এমন নিষ্ঠুর আচরণের জন্য বর্তমান সরকারকে একদিন চরম মূল্য দিতে হবে। ষড়যন্ত্র পরিহার করে অবিলম্বে খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানান বক্তারা।
মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার, মহানগর সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, বিএনপি নেতা আব্দুল কাইয়ুম চৌধুরী, আব্দুল মান্নান, ফরহাদ চৌধুরী শামীম, রেজাউল হাসান কয়েস লোদী, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, এমদাদ হোসেন চৌধুরী, অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন