৩১ মে, ২০২০ ১৭:২৪

সেই নার্সের ছেলের পড়ালেখার দায়িত্ব নিলেন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সেই নার্সের ছেলের পড়ালেখার দায়িত্ব নিলেন পররাষ্ট্রমন্ত্রী

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা দেশের প্রথম পুরুষ নার্স (ব্রাদার) সিলেটের রুহুল আমিনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রুহুল আমিনের একমাত্র ছেলে আলিফের পড়ালেখার দায়িত্ব নিয়েছেন তিনি। রবিবার মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া নার্সিং কর্মকর্তা রুহুল আমিনের ছেলে আলিফের পড়ালেখার জন্য তার ব্যক্তিগত তহবিল থেকে দুইলাখ টাকা অনুদান দিয়েছেন। এই টাকা দিয়ে রুহুল আমিনের স্ত্রীর নামে সঞ্চয়পত্র কিনে দেওয়া হবে। এছাড়া রুহুল আমিনের ছেলের স্কুলের বেতন ও ফি মওকুফেরও উদ্যোগ নেবেন তিনি। 

প্রসঙ্গত, করোনা রোগীদের সেবা দিতে গিয়ে নিজেই করোনা আক্রান্ত হয়ে পড়েন সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের নার্সিং কর্মকর্তা রুহুল আমিন। গত শুক্রবার রাতে তিনি মারা যান। তার একমাত্র ছেলে আলিফ জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুলে ৭ম শ্রেণিতে পড়ে। 
                                       
বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর