সিলেট নগরীর একটি ব্যাংকের সামনে থেকে তিন লাখ টাকা ছিনতাই হয়েছে। ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছিনতাইকারীরা আবদুল হক নামের ওই ব্যক্তিকে গাড়িতে তুলে নিয়ে যায়। পরে চা বাগানের ভেতর নিয়ে তাকে মারধর করে টাকা নিয়ে পালিয়ে যায়।
রবিবার দুপুরে নগরীর পাঠানটুলাস্থ রূপালী ব্যাংকের সামনে ছিনতাইর এ ঘটনা ঘটে। ছিনতাইর শিকার আবদুল হক নগরীর মদিনা মার্কেটের শাপলা গলির বাসিন্দা।
জানা গেছে, ব্যাংক থেকে বের হওয়ার পর ৩/৪ জন ছিনতাইকারী ধারালো অস্ত্র ধরে আবদুল হককে জোর করে একটি সিএনজি অটোরিকশায় তুলে নেয়। পরে তাকে নগরীর গোয়াবাড়ি এলাকায় চা বাগানের ভেতর নিয়ে মারধর করে তার কাছ থেকে তিন লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।
সিলেট কোতোয়ালী থানার ওসি সেলিম মিয়া জানান, ছিনতাইয়ের ঘটনা তিনি শুনেছেন। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার