সুনামগঞ্জ সদর হাসপাতালে ব্যক্তিগত অর্থায়নে কভিড-১৯ নমুনা সংগ্রহ বুথ উদ্বোধন করেছেন সদর আসনের সংসদ সদস্য ও বিরোধী দলের হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ্।
গত শনিবার বুথের উদ্বোধন করা হয়। পরে একটি সংস্থার সৌজন্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে স্থাপিত আরেকটি বুথও উদ্বোধন করেন তিনি।
পীর মিসবাহ্ বলেন, করোনা উপসর্গ থাকা যে কেউ বিনামূল্যে এসব বুথে গিয়ে পরীক্ষা করাতে পারবেন। বুথ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. শামস উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৌমিত্র চক্রবর্তী, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রফিক আহমদসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা।
বিডি প্রতিদিন/ফারজানা