সিলেটে দুই চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে একজন ১১ মামলার আসামি। মঙ্গলবার ভোররাতে দক্ষিণ সুরমার ভার্থখলা ও নগরীর রাজপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- সিলেটের দক্ষিণ সুরমার ভার্থখলা স্বর্ণালী ৬০ নম্বর বাসার মৃত সোয়াব মিয়ার ছেলে মির্জা জনি আহমদ (৩৫) ও নগরীর টিলাগড় রাজপাড়া সুরভী ১৮/২ নম্বর বাসার মৃত শাহাবুদ্দিনের ছেলে আসাদুজ্জামান জুবায়ের (৩৬)। এর মধ্যে মির্জা জনি আহমদের বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের আওতাধীন কোতোয়ালী ও দক্ষিণ সুরমা থানায় ১১টি মামলা রয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, গত ১০ মে রাত সাড়ে ৯টার দিকে নগরীর ধোপাদিঘীর পূর্ব পাড়ে মো. আবু সুফিয়ান নামের এক ব্যক্তি ছিনতাইর শিকার হন। রড দিয়ে আঘাত করে ছিনতাইকারীরা তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনার পর পুলিশ গোয়েন্দা তৎপরতা চালিয়ে মির্জা জনি আহমদ ও আসাদুজ্জামান জুবায়েরকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার