স্বাস্থ্যবিধি না মানায় সিলেটে জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের পৃথক অভিযানে ২৭৬টি মামলা দায়ের হয়েছে। পরে জরিমানা আদায় করে মামলাগুলো নিষ্পত্তি করা হয়।
করোনার রেড জোন হিসেবে চিহ্নিত সিলেটে মঙ্গলবার থেকে কঠোর অবস্থানে অভিযানে নামে জেলা প্রশাসন ও সিটি করপোরেশন।
সকাল থেকে জেলা প্রশাসনের আওতাধীন ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি অনুসরণ না করার দায়ে ২৬৭টি মামলা দায়ের করেন। পরে ১ লাখ ১৯ হাজার ৫০ টাকা জরিমানা আদায় করে মামলাগুলো নিষ্পত্তি করা হয় বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ।
এছাড়া নগরীতে ৯ জনকে জরিমানা করেছে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন এই জরিমানা করেন।
অভিযানের বিষয়ে মো. জসীম উদ্দিন জানান, মঙ্গলবার দুপুরে নগরীর বন্দরবাজার, মহাজনপট্টি ও লালদিঘীরপাড়ে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে অভিযান চালানো হয়। এসময় দোকানে ক্রেতা-বিক্রেতাদের মাঝে শারীরিক দূরত্ব বজায় না রাখা ও মাস্ক না পরাসহ সরকারি স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে ৫ জনকে জরিমানা করা হয়। এছাড়া সিএনজি অটোরিকশাতে অতিরিক্ত যাত্রী তোলায় ৩ চালককে ও মাস্ক না পরায় একজন পথচারীকে জরিমানা করা হয়। তাদের কাছ থেকে ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
নির্বাহী হাকিম জসীম উদ্দিন বলেন, সিলেটকে রোড জোন ঘোষাণর পরও রাস্তাঘাট ও দোকানগুলোতে ভয়াবহ অবস্থা। প্রতিটি খোলা দোকানে ক্রেতাদের শারীরিক দূরত্বহীন ভিড়। রাস্তাঘাটে মানুষজন মাস্কবিহীন চলাফেরা করছে এবং সিএনজি অটোরিকশাগুলোতে যাত্রী তোলার ক্ষেত্রে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এটা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না।’
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন