সিলেটের গোলাপগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে।
সোমবার গভীর রাতে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ বাজারের মিশ্রপাড়ার ব্যবসায়ী পাচু গোপাল দেবের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে।
বাড়ির লোকজন জানান, রাত ২টার দিকে ঘরের দরজা ভেঙ্গে ৬-৭ জন ডাকাত ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ফেলে। পরে ঘরে থাকা নগদ ১ লাখ টাকা, ৬ ভরি স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র লুট করে ডাকাতরা পালিয়ে যায়।
গোলাপগঞ্জ থানার ওসি আবুল কাশেম ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাতির সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন