সিলেটের বিশ্বনাথ উপজেলার মনুকোপা গ্রামে দু'পক্ষের সংঘর্ষে দুই বৃদ্ধ নিহতের ঘটনায় হত্যা মামলা দেয়া হয়েছে। মঙ্গলবার রাতে নিহত ওয়ারিছ আলীর স্ত্রী বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করে এ মামলা করেন।
এদিকে, সংঘর্ষের ঘটনায় অভিযান চালিয়ে রাতেই স্থানীয় এক ইউপি সদস্যসহ উভয়পক্ষের পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
তারা হলেন- স্থানীয় ইউপি সদস্য ফজলু মিয়া (৫০), গিয়াস উদ্দিন (২৫), রুহেল মিয়া (২৯), সুহেল মিয়া
(২১) ও মানিক মিয়া (৪৫)।
আজ বুধবার বিকালে আটকদের সিলেট আদালতে প্রেরণ করা হয়েছে জানিয়েছেন বিশ্বনাথ পুলিশ স্টেশনের ওসি শামীম মুসা।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার মনোকুপা গ্রামের সমছু মিয়া ও নুরুল ইসলাম গংদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রাণ হারান উভয়পক্ষের দুই বৃদ্ধ মখলিছ আলী (৬৫) ও ওয়ারিছ আলী (৬০)। আহত হন অন্তত ২০ জন।
বিডি প্রতিদিন/আরাফাত