সিলেটের বিশ্বনাথ থেকে ইয়াবার বড় চালানসহ খালেদ মিয়া (২৩) নামে এক যুবককে আটক করেছে সিলেট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। খালেদ উপজেলার অলংকারি ইউনিয়নের শিমুলতলা গ্রামের মৃত ফজর আলীর ছেলে।
বুধবার মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে ডিবি পুুলিশ।
গ্রেফতারের সত্যতা স্বীকার করে সিলেট জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইমরোজ তারেক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে ৩০ হাজার পিস ইয়াবাসহ আমরা তাকে আটক করেছি। আটককৃত খালেদ পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দেয়া হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন