সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া ৮ জন সিলেট জেলার বাসিন্দা।
রবিবার ল্যাবে ২১টি নমুনা পরীক্ষায় তারা শনাক্ত হন।
জিইবি বিভাগের সহযোগী অধ্যাপক হাম্মাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার শাবির ল্যাবে ২১টি নমুনা পরীক্ষা করা হয়। তন্মধ্যে ৮ জন করোনাক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।
বিডি প্রতিদিন/আরাফাত