১৪ আগস্ট, ২০২০ ১৫:৫৫

শ্রীমঙ্গলে জব্দকৃত বালু নিলামে বিক্রি

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

শ্রীমঙ্গলে জব্দকৃত বালু নিলামে বিক্রি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত ৮৩ হাজার ৭৫০ ঘনফুট জব্দ করা বালু সরকারি নিলামে ৫ লাখ ৪০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে এই নিলাম ডাক সম্পন্ন হয়।

এসময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় অবৈধ বালু উত্তোলনের অপরাধে দক্ষিণ পাচাউন গ্রামের আইয়ুব আলী ছেলে মো. মিজান মিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অবৈধ বালু পরিবহনের অপরাধে ববানপুর গ্রামের মনির মিয়ার ছেলে ঝুমন মিয়াকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

উপজেলার ভুনবীর ও সাতগাঁও ইউনিয়নের ১৩টি স্পটে অভিযান চালিয়ে এই বালু জব্দ করা হয়েছিল। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রীমঙ্গল মো. নেছার উদ্দীন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, জব্দকৃত ৮৩,৭৫০ ঘনফুট বালু নিলাম বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারী রাজস্ব কোষাগারে জমা দেয়া হয়েছে।  অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর