সিলেটে নিখোঁজের একদিন পর দুই শিশুর লাশ ভাসমান অবস্থায় পাওয়া গেছে পুকুরে। গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের রুস্তুমপুর গ্রামের জামে মসজিদের পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
মারা যাওয়া দুই শিশু হল- রুস্তুমপুর গ্রামের কবির মিয়ার ছেলৈ আল আমিন ও একই গ্রামের ফয়জুর রহমানের ছেলে তাওসিফ আহমদ। তাদের উভয়ের বয়স ৬ বছর।
তাওসিফের চাচা বাছিতুর রহমান জানান, শনিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে তাওসিফ আর ফিরেনি। একই দিন নিখোঁজ হয় আল আমিনও। সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। পরে সকালে তাওসিফ ও আল আমিনের লাশ মসজিদের পুকুরে পাওয়া যায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার