সিলেটের জৈন্তাপুরে পাহাড় ও রাস্তা কেটে ৫ গ্রামের মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এক ব্যক্তি। এর প্রতিকারে এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা হর্নিগ্রামের মো. আব্দুল হান্নান (৫২) গ্রামবাসীর চলাচলের রাস্তাটি কেটে এবং পাহাড় কেটে উত্তর কালিঞ্জি, মধ্য কলিঞ্জি, দক্ষিণ কালিঞ্জি, নয়াগ্রাম এবং হর্ণি গ্রামের মানুষজন, স্কুল কলেজ ও মাদ্রাসাগামী ছাত্র-ছাত্রীদের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।
ওই গ্রামের প্রায় শতাধিক ব্যক্তি জানান, কুচক্রি মহলের পরামর্শে আব্দুল হান্নানের পরিবারের একাধিক বাড়ি থাকার পরেও গ্রামবাসীদের সাথে বিরোধ সৃষ্টি করতে চলাচলের রাস্তাসহ পাহাড় কেটে ৫টি গ্রামের মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে।
এ ব্যাপারে আব্দুল হান্নান জানান, এদিকে সরকারি কোনো রাস্তা নেই, আমার বাড়ি তৈরি করার জন্য পাহাড় কাটছি। পাহাড় কাটার অনুমতি নিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, নিজের ভূমিতে বাড়ি নির্মাণ করব সেখানে প্রশাসনের অনুমতির প্রয়োজন নেই।
জানতে চাইলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ফারুক হোসোইন বলেন, আমি ছুটিতে আছি, এলাকাবাসী লিখিত অভিযোগ করলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর