ফ্রান্স সরকারের সঙ্গে সকল সম্পর্ক বিচ্ছিন্ন করার দাবি জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
তিনি বুধবার নগরীর কামরান চত্বরে (সিটি পয়েন্টে) অনুষ্ঠিত উলামা পরিষদ বাংলাদেশের সভাপতি, জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা মুফতি মুহিব্বুল হক গাছবাড়ির আহ্বানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে একথা বলেন।
মেয়র বলেন, সরকারকে একটি কথা বলতে চাই। এই দেশ ৯৫ ভাগ মুসলমানের রাষ্ট্র। আমাদের প্রাণপ্রিয় নবি (সা.)- ব্যঙ্গকারী রাষ্ট্র ফ্রান্সের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। অনতিবিলম্বে ফ্রান্সের সঙ্গে সব ধরণের সম্পর্ক বিছিন্ন করতে হবে। তাদেরকে সুস্পষ্ট জবাব দিতে হবে। তাদের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না, যদি না ফ্রান্স সরকার নবি (সা.)- ব্যঙ্গাত্মক ছবি সরিয়ে নেয় এবং বিশ্বের দরবারে ক্ষমা চায়।
মেয়র আরিফ বলেন, শুধু ফ্রান্সের বিরুদ্ধেই মিছিল করলে হবে না। আমাদের দেশেও যেসব ব্লগার ইসলাম ও নবির বিরুদ্ধে কটূক্তি করে তাদের বিরুদ্ধেও আমাদেরকে সোচ্চার হতে হবে।
উল্লেখ্য, ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে উলামা পরিষদ বাংলাদেশের ব্যানারে সিলেট নগরীর কামরান চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন