সিলেটে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। গতকাল বুধবার (৪ নভেম্বর) রাত ১০টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার পালবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল বারেক ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক।
স্থানীয়রা জানান, পালপুর এলাকায় দুর্ঘটনায় আবদুল বারেক গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে ফেঞ্চুগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। ওসমানী হাসপাতালে আসার পরপরই তিনি মারা যান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ