শীত মৌসুম এলেই বেড়ে যায় চুরি ডাকাতি। তাই আসছে শীত মৌসুমে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলাকে চোর ডাকাতের হাত থেকে রক্ষার জন্য এখন থেকেই মাঠে নেমেছেন পুলিশ প্রশাসন।
গত বুধবার (৪ নভেম্বর) শ্রীমঙ্গল থানার পুলিশ সদস্যর গভীর রাত থেকে ভোর সকাল পর্যন্ত মহরা দিয়েছে পৌর এলাকাসহ উপজেলার প্রত্যন্ত এলাকা। তারা চষে বেরিয়েছেন ভাড়াউড়া চা বাগান, মৌলভীবাজার রোড, জেডি রোড, সৌরভী পাড়া, বিরাহীমপুর, শ্যামলী আবাসিক এলাকা, ফুলছড়া চা বাগান, কালীঘাট চা বাগান, চকগাও বাজার, শিববাড়ী বাজার, সিন্দুরখান বাজার, হুগলিয়া বাজার, আমরাইল চা বাগান, সাতগাঁও বাজার, মতিগঞ্জ বাজার, হবিগঞ্জ সড়ক ও রেল স্টেশন এলাকা।
এসময় সাইরেন বাজিয়ে তাদের উপস্থিতি জানান দিয়েছেন। বিভিন্ন এলাকার নৈশপ্রহরীদের হাতে তুলে দিয়েছেন শুকনো খাবার। মহড়ার নেতৃত্বে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাসান মোহাম্মদ নাসের সিকাদার।
সাথে ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছলেক, পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন, উপ-পরিদর্শক মো.আল আমিন, মো. আলমগীর হোসেন, রোকনুজ্জামান, মুখলেসুর রহমান লস্করসহ থানা অনান্য পুলিশ সদস্যরা।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছলেক জানান, শীত মৌসুম এলেই চোর ডাকাতের উপদ্রপ বেড়ে যায়। তাই শীতকে সামনে রেখে এ উপজেলার চুরি ডাকাতি প্রতিরোধে আমরা আগাম সতর্কতা নিয়েছে। বিভিন্ন এলাকার ব্যক্তিদের সাথে আলোচনা করে পড়া মহল্লায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমাদের এই মহড়া প্রতি রাতেই অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/হিমেল